নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আমিরুল ইসলামের আদালত চট্টগ্রামে বিকাশ এজেন্টের সাড়ে ৮লাখ টাকা ছিনতাইয়ের মামলায় জসিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
দন্ডিত আসামী জসিম উদ্দিন নোয়াখালীর সুধারাম উপজেলার মৃত নাছির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, নগরীর চাঁন্দগাও থানা এলাকায় ২০১৫ সালের ১২ এপ্রিল দুপুরের দিকে বিকাশের স্টাফ মো. মেহেদী কে শরাফত উল্লাহ পেট্রোল পাম্প এলাকায় আসামী জসিম উদ্দীন তার সাঙ্গপাঙ্গ নিয়ে কুপিয়ে আহত করে ও মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রায় ১০ লক্ষ্য টাকা ছিনতাই করে।
এ ঘটনায় বিকাশের ডিস্ট্রিবিউটর মো. শাহ আলম বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করলে সে অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালতে আসামির স্বীকারোক্তি প্রদান এবং প্রায় সাড়ে পাঁচ বছরে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বিচারক মো. আমিরুল ইসলামের আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।’
আসামি পক্ষের আইনজীবী মো. ইসহাক বলেন, ‘আসামি ২০১৫ সালে ১২ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর হাজতবাস করেছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
২৪ঘণ্টা/এন এম রানা