হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম হাটহাজারী কওমী মাদ্রাসায় আনাস মাদানীকে স্বীয় পদ থেকে বহিস্থকার সহ ছাত্রদের ৫ দফা আন্দোলনে মাদ্রাসার আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাদ্রাসায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এই বেগতিক পরিস্থিতি ঠেকাতে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদ্রাসার গেইটের বাহিরে অবস্থান নিয়েছেন। ছাত্ররা বলছেন, মাদ্রাসার মাঠে বসে সুরা কমিটি তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।
মাদ্রাসায় ভিতর থেকে আন্দোলনরত ছাত্ররা মাইকের মাধ্যমে বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এবং মাদ্রাসার এই অভ্যন্তরীণ আন্দোলনে বাইরের কেউ যাতে হস্তক্ষেপ না করে, এছাড়া যদি প্রশাসনের লোকজন তাদের উপর লাঠিচার্জ করলে তারাও পাল্টা প্রতিহত করবে। এখনো পর্যন্ত প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আন্দোলন চলছে।
বিস্তারিত আসছে….
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ
Leave a Reply