আবারো টটেনহাম হটস্পারে ফিরছেন বেল

ক্রীড়া ডেস্ক: এক সময়ের স্পার্স তারকা গ্যারেথ বেলের বিষয়ে মাদ্রিদের সঙ্গে কথা বলেন টটেনহাম প্রধান ড্যানিয়েল লেভি। ও দেক কোচ জিনেদিন জিদানের সঙ্গে বনিবনা না হওয়া রিয়াল অর্ধেক বেতন দিয়ে হলেও বেলকে বিদায় করতে চায়।

বেলও সাবেক ক্লাব টটেনহামে আবারও ফিরতে উদগ্রীব হয়ে আছেন বলে বিবিসিকে জানিয়েছেন তার এজেন্ট জোনাথান বার্নেট।

ট্রান্সফারের বাজারে এটা সর্বশেষ খবর। মাদ্রিদের লেফটব্যাক সার্জিও রেগিলনের ব্যাপারেও আলোচনা করছিল লন্ডনের ক্লাবটি। ৩০ মিলিয়ন ইউরো বিড করেছে টটেনহাম। তার হটস্পারের ডোরায় ভেড়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *