ফটিকছড়িতে ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি; ফটিকছড়িতে ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা চালু করা হয়েছে। ১৬ সেপ্টম্বর বুধবার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগে ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা চালু উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.নাবিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা.তসলিমা আক্তার, আরএমও ডা.অতনু চৌধুরী, ডা.জয়নাল আবেদিন মুহুরী, ডা.কাজী সাবরিনা আক্তার, নার্স কৃষ্ণা প্রভা দেবী প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হুসাইন মো: আবু তৈয়ব বলেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসুতি সেবা বিভাগ ইতোমধ্যে প্রসুতি সেবায় একাধিকবার সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে। ডাক্তার নার্সদের অন্তরঙ্গ সেবা দানের কারনেই এটি সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবার যে কার্যক্রম হাতে নিয়েছেন এটা তারই ফসল বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে উক্ত ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা বিভাগ উদ্বোধন করেন।

২৪ঘণ্টা/এন এম রানা/জুনায়েদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *