নিউজ ডেস্ক: বন্দর নগরীর কর্ণফুলী নদীতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত দুই বন্ধু যথাক্রমে জিতু দাশ (১৬) ও কঙ্কন দাশ (১৫) নামে বলে জানা গেছে।
সদরঘাট থানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যুর খবরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারেরর কাছে স্থানন্তর করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply