অনলাইন ক্লাসে শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতের দাবী চবি ছাত্র ইউনিয়নের

চবি প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে অনলাইন ক্লাস। ক্লাসে শতভাগ শিক্ষার্থী যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে চবি ছাত্র ইউনিয়ন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর এবং সাধারণ সম্পাদক আশরাফী নিতু এক যৌথ বিবৃতিতে বলেন, যতক্ষণ পর্যন্ত শতভাগ ছাত্রছাত্রীর জন্য অনলাইন ক্লাসে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা যাবেনা ততক্ষণ অবধি অনলাইন ক্লাস পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের মৌলিক চরিত্রের সাথে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, সবার জন্য বিজ্ঞানভিত্তিক, একই ধারার শিক্ষার সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের লড়াই চলবে। সম্প্রতি অনলাইন ক্লাসের নামে চবি শিক্ষার্থীদের সাথে প্রশাসন যে বৈষম্যমূলক আচরণ শুরু করেছে আমরা তার নিন্দা জানায়।

এছাড়া, শিক্ষা দিবস উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৬২ র মহান শিক্ষা আন্দোলনের শহীদ মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ, সুন্দর আলী সহ শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ের সকল সৈনিককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদ।

২৪ঘণ্টা/এন এম রানা/শান্ত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *