রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফকির হাট বাজার ও জলিলনগরে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
অভিযানে খুচরা পর্যায়ে পেঁয়াজ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করায় খাজা ষ্টোরের শাহ্জাহানকে ২০ হাজার টাকা,অনিল ষ্টোরের বাপ্পুকে ৫ হাজার টাকা,মদিনা ষ্টোরের আব্দুল নবীকে ৩ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার জন্য বেশী দাম নিচ্ছে। দেশে পেঁয়াজের কোন সংকট নেই।
বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এন এম রানা/নিজাম
Leave a Reply