ক্রীড়া ডেস্ক: আগামীকাল শুক্রবারে উত্তর লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিবেন গ্যারেথ বেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
কোচ জিনেদিন জিদানের স্কোয়াডে জায়গা না পাওয়া এই রিয়াল তারকা মাদ্রিদ ছেড়ে ফের পুরনো ক্লাব টটেনহামে জার্সিতে মাঠে ফিরছেন।
আগামীকাল ওয়েলস উইঙ্গার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন।
আপতত ধারে এক বছর আসলেও ওয়েলস তারকার পুরোনো ঠিকনায় পুরোপুরি রেখে দেওয়ার ব্যাপ্যারে স্পার্সদের সাথে আলোচনা চালিয়ে যাবে রিয়াল বোর্ড। ওয়েলস তারকার লন্ডন সফর নিয়ে দুই ক্লাবের আলোচনাও বেশ উন্নতির দিকে।
২০০৭ সালে পেশাদারি ক্যারিয়ারের শুরুতে সাউদাম্পটনে নাম লেখানো গ্যারেথ বেল ৬ বছর স্পার্সের জার্সি জড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সেরাদের সেরা তালিকায়।
তার ফল স্বরুপ ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে উড়িয়ে নিয়ে আসে রিয়াল বোর্ড।
২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ
Leave a Reply