আল্লামা শফি আর নেই

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসার মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
হুজুরের ব্যক্তিগত খাদেম মাওলানা শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রাত ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকায় নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
উল্লেখ্য,শততবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *