সুয়াবিল ও নানুপুরে আ’লীগের তৃণমূলের দুই প্রার্থী নির্ধারণ

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির ১১নং সুয়াবিল ও ১৪নং নানুপুর ইউপি নির্বাচনে আ.লীগের তৃণমূলের ভোটে দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সুয়াবিল ইউনিয়ন আ.লীগের যুগ্ন আহবায়ক মো. জয়নাল আবেদিন তৃণমূলের ১৫ ভোট পেয়ে নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী আ.লীগের মো. মহিউদ্দিন পেয়েছেন ১২ ভোট।

এতে ফটিকছড়ি উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক, প্রচার সম্পাদক বোরহান আহমেদ, আবু তালেব চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
অপরদিকে গতকাল শুক্রবার নানুপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে তৃণমুল ভোটে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আজম তৃণমূলের ৪১ ভোট পেয়ে নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী উপজেলা আ.লীগের সদস্য মোঃ নুরুন্নবী রওশন পেয়েছেন ৩১ ভোট। এতে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আ.লীগ নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, এম এ কাইয়ুম চেয়ারম্যান, নাজিম উদ্দিন মুহুরী, আবদুল হালিম চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, নানুপুর ও সুযাবিল ইউপি নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণের প্রথম ধাপ তৃণমুলে কাউন্সিলরদের প্রত্যক্ষভোটে সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলা আ.লীগের বর্ধিত সভার পর সেটি জেলা আ.লীগের কাছে পাঠানো হবে।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *