শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসাতেই আল্লামা শফীর জানাজা

চট্টগ্রাম ডেস্ক : আগামীকাল শনিবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। আল্লামা শফীর ছেলে ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী শুক্রবার রাতেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।

জানা যায়, শুক্রবার রাত ১১টার মধ্যে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ নিয়ে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেয়া হবে। এর আগে ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় গোসল ও কাফন পরানো হয়েছে বলেও জানিয়েছেন হেফাজত আমিরের সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী (১০৪) শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা গেছেন।

দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *