২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজামুখি মাইক্রোবাস।
আজ শনিবার সকালে জানাজামুখি মাইক্রোবাসের পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসব তথ্য নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর উদ্দ্যেশে যাওয়ার পথে ওই মাইক্রোবাসের পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেন।
ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্য থেকে ৫ জন আহত হয়। তারমধ্যে ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক নয় জানিয়ে দুজনেরই চিকিৎসা চলছে বললেন আলাউদ্দিন।
২৪ ঘণ্টা/রাজীব