‘সমম্বিত উদ্যোগই পারে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে’

সমম্বিত উদ্যোগই পারে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে। অপরাধ সংগঠিত হওয়ার আগেই সতর্ক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে পরিবার থেকে মনিটরিং শুরু করতে হবে। জনসম্পৃক্ততাই পারে ভালো কাজের সফলতা আনতে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে অর্থনৈতিক নিরাপত্তাসহ সার্বিক মুক্তি মিলবে।

জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের উদ্যোগে সিসি ক্যামেরা প্রকল্প‘র উদ্বোধন অনুষ্ঠানে সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারলে উন্নত বিশ্বের কাতারে যেতে বাংলাদেশকে খুব বেশী সময় নিতে হবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষে আসকারদীঘির পাড় শতদল ক্লাব মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামাল খান সামাজিক নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান কর্ণেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম-এর সভাপতিত্বে করেন এবং সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবু’ সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থথিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। তিনি বক্তব্যে বলেন, পুলিশ তথা রাষ্ট্রের কাজটি করে মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করেছে জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদ। তার জন্য তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান এবং সকল এলাকায় এ ধরনের উদ্যোগে পুলিশের পক্ষ হতে সার্বিক সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহীন উল ইসলাম চৌধুরী শাহীন মহাসচিব চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা। দৈনিক আজাদী’র সিনিয়র রিপোর্টার সবুর শুভ যুগ্ম সম্পাদক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। শুভেচ্ছা বার্তা পাঠান স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাবেক জেলা জজ এডভোকেট মনজুর মাহমুদ খান, কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, সংগঠন কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ আব্দুল হাকিম, জাহাঙ্গীর মোস্তফা, তৌহিদুর রহমান তৌহিদ, মহসিন চৌধুরী, আজাদ নিজামুল হক, মোহাম্মদ মাহবুব, আবুল কাসেম, ডা. মোবাশ্বের আমিন রাজিব, হারুন অর রশীদ, এডভোকেট নার্গিস আলম চৌধুরী, কাজী মাহমুদ, সাফোয়ান আলী।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদ ইতোপূর্বে জনকল্যাণমূলক বহু প্রকল্প বস্তবায়ন করেছে।

আসকার দিঘীর পাড় এলাকায় ৩২টি সিসি ক্যামেরা বসিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিসি ক্যামেরা প্রকল্পের উদ্বোধন করেন।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাদমান মাহাদী চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *