বোয়ালখালীতে স্কুলের গাছ বিক্রি, টাকা উদ্ধারে ইউএনওর কাছে অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১২ নং চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪টি কড়ই গাছ বিক্রি করে দিয়েছেন ভূমি দাতার পরিবার।

বিক্রিত এসব গাছের টাকা উদ্ধার করে বিদ্যালয়ের তহবিলে ফেরত আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ছৈয়দ।

তিনি জানান, বিদ্যালয়ের নিজ নামীয় ৮৭শতক ভূমি রয়েছে। এরমধ্যে বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মাণের প্রয়োজনে কিছু গাছ কেটে ফেলার জন্য ম্যানেজিং কমিটিতে আলোচনাও করা হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের আগেই দাতা পরিবারের সদস্য আবদুল করিম বিদ্যালয়ের ১৪টি কড়ই গাছ বিক্রি করে দেন। বিক্রিত গাছগুলো কেটে নিয়েও গেছে। এসব গাছের অনুমান মূল্য ৭৫-৮০ হাজার টাকা হবে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা ও টাকা উদ্ধারের জন্য ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য বলা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *