২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চুরির অভিযোগ তুলে এক কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলেছে মালিকপক্ষ।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিকেলে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ মো: আব্দুর রউফ বলেন , রাসেল নামে ২০ বছর বয়সী এক যুবক দোকানে কাজ করতো । দোকানের মালিকপক্ষ টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করে ।
নিহত রাসেলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন , বিনা কারনে রাসেলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দিবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা । এ ঘটনায় দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন ।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply