জাবেদুল ইসলাম,আনোয়ারাপ্রতিনিধি:: আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাঙ্গু নদীতে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর চৌধুরী এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করে সাঙ্গু ক্যাম্পের কোস্টগার্ডের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর চৌধুরী বলেন, উপজেলার সাঙ্গু নদীর তীরবর্তীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। এছাড়াও অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদলতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এসময় বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট বেলাল নামে একজনকে পাওযা গেলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply