চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে একটি জুতার কারখানা। শনিবার ভোর ৫টার সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, শনিবার ভোরে নগরীর অভয়মিত্রঘাট এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, নন্দন কানান ও লামার বাজার ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়।
প্রায় দেড় ঘন্টার চেষ্টায় শনিবার সকাল সাড়ে ৬ টার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিত তিনি জানাতে না পারলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান। তাছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারণ অনসন্ধান করছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply