ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বাকাপের পর বাংলাদেশী ফুটবল ফ্যানরা রাকিতিচ কে চিনলেও যারা নিয়মিত রাত জেগে ইউরোপের লীগের খবর রাখেন তাদের অনেক আগে থেকেই চিনা কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনার হয়ে ছয় বছর মধ্য মাঠের কান্ডারী রাকিতিচকে।
এক সময় সুইজারল্যান্ড যুব দলের হয়ে খেলা ইভান সিনিয়র লেভেলে পিতৃভূমি ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন উয়েফা ইউরো ২০০৮, ইউরো ২০১২, ২০১৪ ফিফা বিশ্বকাপ, ইউরো ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপ।
রাশিয়া বিশ্বকাপ ই আকাশচুম্বী পরিচিত এনে দেয় তাকে। যদিও ফাইনালে ফ্যান্সের কাছে ৪-২ গোলে হারলেও পুরে আসরে দলে ছিল তার অগাত অবদান
বর্তমান বার্সা বস কোম্যানের ছাটাই-বাছাইয়ে অনেকের মতো ইভান ও ফিরে যান নিজের পুরোনো ক্লাব সেভিয়াতে। দলবদল বা অন্য কোনো বিষয় না থাকলেও এবার আলোচনায় এসেছেন ৩২ বছরে বয়সেই ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের ৭ নম্বর জার্সিটা একেবারে তুলে রাখার ঘোষণা দিলেন।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) ই রাকিতিচের অবসরের ঘোষণা নিশ্চিত করে।
সুইজারল্যান্ডে জম্মগ্রহণ করা ইভান মাত্র ১৯ বছর বয়সে ক্রোয়েশিয়ার দলে ১০৬ ম্যাচে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন ১৫ বার।
২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ
Leave a Reply