আনোয়ারায় আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি : আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্ট, যুুুুবসেনা ও ছাত্রসেনা।

মঙ্গলবার ২২ শে সেপ্টেম্বর বিকাল ৪ টায় দিকে চাতরী চৌমুহনী বাজার চত্বরে থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

এ সময় বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীকে হয়রানীমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আলাউদ্দিন জিহাদীর ভুয়া আইডি ব্যবহার করে উদ্দেশ্য প্রনোদিতভাবে আল্লামা আহমদ শফীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রচার করা হয়। পরবর্তীতে তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দু:খ প্রকাশ করেন। কিন্তু দু:খ প্রকাশ করার পরও তাকে গ্রেফতার করা হয়। আমরা অনতিবিলম্বে আলাউদ্দিন জিহাদীকে মুক্তি দিতে মাননীয় প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবদূর রহিমের সভাপতিত্বে, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি কাজী শাকের আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনার মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মনির আহম্মেদ আনোয়ারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল হক, আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদ ইসলামী ছাত্রসেনার সভাপতি শায়ের আলী জিন্নাহ প্রমুখ

প্রয়াত দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদীকে রবিবার ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *