হেফাজতের আন্তঃকোন্দলের দৃষ্টি ভিন্নদিকে ফেরাতে জিহাদী গ্রেফতার!

২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : হেফাজতের মধ্যে বিরাজমান আন্তঃকোন্দল হতে সাধারণ জনতার দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে চিহ্নিত হেফাজত কর্মী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীকে গ্রেফতার করিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জিহাদীর মুক্তির দাবীতে আয়োজিত সমাবেশে বক্তারা এমনটাই দাবি করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আগামী ২২ ও ২৪ সেপ্টেম্বর থানা ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।

মাওলানা আবদুন নবী আলকাদেরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুখতার আহমদ ছিদ্দিকী।

মাওলানা সোহাইল উদ্দীন আনছারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান। বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব নঈমুল ইসলাম পুতুল, আল্লামা ইউনুছ তৈয়বী, মাস্টার আবুল হোসাইন, ড. মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ দস্তগীর আলম, মাওলানা আবুল হাসান ওমাইর রেজভী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, নাছির উদ্দীন মাহমুদ, হাবিবুল মুস্তফা ছিদ্দিকী, মাও. ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা তারেকুল ইসলাম কাদেরী, মুফতি গোলাম কিবরিয়া, মুহাম্মদ এনামুল হক, মুখতার আহমদ রেজভী, মাও. আবু ছাদেক রিজভী, মাও. জয়নুল আবেদীন কাদেরী, মাও. ওয়াহিদুর রহমান কাদেরী, মাও. এনাম রেজা কাদেরী, মাও. গিয়াস উদ্দিন কাদেরী, মুহাম্মদ মাছুমুর রশীদ, রেজাউল করিম, মেহেদী হাসান মুস্তফা, মিনহাজ ছিদ্দিকী ও মাওলানা তৌহিদুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মুফতি আলাউদ্দীন জিহাদী সুন্নিয়তের সাহসী কণ্ঠস্বর। তিনি সারাদেশে যুক্তি নির্ভর পন্থায় ইসলামের শাশ্বত আকিদা ও অহিংস সুফিবাদী আদর্শ প্রচারে অগ্রণী ভূমিকা রাখছেন।

তিনি বলেন, কয়েকদিন পূর্বে মুফতি আলাউদ্দীনের ফেসবুক আইডি হ্যাক করে দুষ্কৃতিকারীরা হেফাজতের আমির সম্পর্কে বিভ্রান্তিমূলক পোস্ট করে। তিনি পোস্টটি মুছে দিয়ে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ ও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী দাখিল করেন।

তারপরও নারায়নগঞ্জ কওমী ওলামা পরিষদের নামে হেফাজত কর্মীরা তাকে প্রাণনাশের হুমকি ও দুরভিসন্ধিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

নেতৃবৃন্দরা বলেন, হেফাজতের একাংশের দাবি হল, মৌ. আহমদ শফির মৃত্যুর পূর্বে যারা হাটহাজারী মাদরাসায় তান্ডব চালিয়েছে, ভাংচুর করেছে, তার মুখ থেকে অক্সিজেন খুলে রেখেছে তারাই হেফাজত প্রধানের খুনী।

হেফাজতের বিদ্রোহীরা প্রকাশ্যে লাইভে এসে মৌ. আহমদ শফির লাশের সামনে তাকে ও তার পুত্রকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। অথচ তাদের এই বিশৃঙ্খল কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরাপরাধ সুন্নি আলেমের বিরুদ্ধে মামলা করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

২৪ ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *