সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশন সভা

সীতাকুণ্ডে ইপসার সভা

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সীতকুণ্ডে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ১০টায় সীতাকুণ্ড উপজেলার ইপসা-সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় ইপসা কোর প্রোগ্রাম অফিস, বীর মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন এ প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরী।

অনুষ্ঠানে প্রকল্প ম্যানেজার মো. শাহ সুলতান শামীম ইপসার প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধের কার্যক্রম‌ আমরা পরিবার থেকে শুরু করতে হবে।

কাউকে মতের বাইরে কোন কিছু চাপিয়ে দিলে তার মধ্যে উগ্রতা দানা বেঁধে একসময় সহিংসতায় রূপ নেয়। উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে বড় ভূমিকা পালন করতে পারে।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *