চটগ্রাম মাহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে,দেশে উন্নয়ন আসবে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই, আজ তারা জনগণের পাশে নেই। সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে। প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সরকার ও সরকারদলীয় লোকজন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর ড্রাইভারের দুর্নীতিতেই বুঝা যায়, দেশে কি পরিমান দুর্নীতি হচ্ছে। ডাইভারের যদি এত সম্পদ হয়? তাহলে অন্যদের কি অবস্থা।
তিনি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ৫ নং পূর্ব মোহরা ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।
ডা.শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে গরিবের পাশে দাঁড়ায়। তাই আজ আপনাদের এলাকায় আগুন লাগার খবর শুনে আমি ও আমার দলের নেতাকর্মীরা ছুটে এসেছি। জনগণের যে কোন দুঃসময়ে বিএনপি পাশে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদগাও থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আজম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ ইয়াসিন, ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মোহরা ওয়ার্ড বিএনপি নেতা মোঃ গোলাপুর রহমান, আব্দুল হক মেম্বার, ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ চৌধুরী, ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদ, নিয়াজ, আইয়ুব, হাসান, সাদ্দাম, মনির প্রমুখ নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply