কথিত জিনের বাদশা চক্রের খপ্পরে পড়ে ৪ লাখ ৭১ হাজার টাকা খুইয়েছেন চট্টগ্রামের এক নারী। দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয়ভীতি ও কৌশল অবলম্বন করে ওই নারীর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেন প্রতারক চক্রটি।
চট্টগ্রামের বাকলিয়া থানায় এমনি একটি অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। এ প্রতারক চক্রের কয়েকজন সদস্যের অবস্থান শনাক্ত করে জিনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা হলেন, মো. মুক্তার রহমান (২৭), মো. সাইফুল ইসলাম (৩১) ও শীপন চন্দ্র মহন্ত (২৯)।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এদের জন্মস্থান হলেও প্রতারণায় তারা ঢাকা,চট্টগ্রামসহ অন্যান্য জেলাকেই বেঁচে নেন। সম্প্রতি চট্টগ্রাম এসে তাদের প্রতারণার ফাঁদে ফেলতে বিভিন্ন লোকজনকে টার্গেট করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, চক্রটি সাধারণত দুর্বল প্রকৃতির ও সমস্যায় জর্জরিত লোকদের টার্গেট করে তাদের ফোন নাম্বারটি প্রথমে সংগ্রহ করে নেন। পরবর্তীতে তার এবং তার আত্মীয় স্বজনদের সম্পর্কে খোজ খবর নেন। এরপর সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যাক্তিকে রাতের বেলায় জিনের বাদশা পরিচয়ে আত্মীয় স্বজন সম্পর্কে আজগুবী গল্প বানিয়ে ফোন করে ভয়ভীতি দেখায়। কেউ তাদের ফাঁদে পা দিলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে মোবাইল ফোনটি অফ করে অন্যত্র চলে যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে প্রতারক চক্রটির কয়েকজন সদস্যের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির আরো সদস্য রয়েছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃতরা। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানালেন ওসি নেজাম উদ্দিন।