পুলিশই জনতা জনতাই পুলিশ “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান থানা থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
রাউজান কমিউনিটি পুলিশিং এর সভাপতি, নোয়াজিশপুর ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
রাউজান থানা কমিউনিটি পুলিশিং অফিসার, উপ পরিদর্শক (এস আই) সাইমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, জে,কে গ্রুপের চেয়ারম্যান জাহাঈীর আলম খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, ওসি তদন্ত মীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, থানার সেকেন্ড অফিসার নুর নবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা য্বুলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, আলহাজ্ব দিদারুল আলম, বি এম জসিম উদ্দিন হিরু, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, রোকন উদ্দিন, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নুরুল আবছার বাঁশি, উপজেলা য্বুলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, মুছা আলম খাঁন চৌধুরী, তপন দে, পৌর য্বুলীগের সভাপতি হাসান মো, রাসেল, সাধারন সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ প্রমুখ।
পরে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থী”র মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply