রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, জানে আলম জনি, ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠছে। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম প্রশিক্ষণ ও গণশিক্ষা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, প্রতিবন্ধী এবাদতখানা, অটিজম কর্ণার, ইসলামি রিসার্চ সেন্টার, পুরুষ ও মহিলা প্রার্থনা কক্ষসহ নানা আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ।
২৪ ঘণ্টা/মালেক/নেজাম
Leave a Reply