রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচি-৩ (RERMP-3) শীর্ষক প্রকল্পের অধীনে ১৪টি ইউনিয়নে সড়ক রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলাকর্মীদের মাসিক বেতন ভাতা বিতরণ ও পর্যালোচনা সভা শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্টিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাউজান উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে
প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহজাহান ইকবাল, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, সুকুমার বড়ুয়া, লায়ন সাহাব উদ্দীন আরিফ, শফিকুল ইসলাম, সরোয়ার্দী সিকদার, তসলিম উদ্দিন, ভুপেশ বড়ুয়া, রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, হলদিয়া, পূর্ব গুজরা ইউপির প্যানেল চেয়ারম্যান রোজিনা ইয়াছমিন রুজি, পৌর মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি।
আলোচনা সভা শেষে সড়ক রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলাকর্মীদের মাসিক বেতন ভাতার চেক বিতরণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
২৪ ঘণ্টা/মালেক/নেজাম
Leave a Reply