নীলা হত্যাকাণ্ড: প্রধান আসামি মিজানুর ৭ দিনের রিমান্ডে

সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে তোলা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড না দিয়ে জামিন আবেদন করেন।

আদালত দুই পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল বলেন, হত্যা মামলায় অন্যরকম হামলায় অন্য কেউ জড়িত আছে কিনা এবং একইসাথে হত্যায় যে সকল অস্ত্র ব্যবহার করা হয়েছে তা অনুসন্ধানের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

এদিকে হামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় গতকাল মিজানের মা-বাবাকে দুদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোর করে ছিনিয়ে তাদের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মিজানুর রহমান, তার বাবা ও মাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নীলার বাবা নারায়ণ রায়।

২৪ ঘণ্টা/মালেক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *