নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা আগ্রাবাদ সুপারিওয়ালা পাড়ার একটি বাসায় ধর্ষণের শিকার হয় কিশোরী।
এ ঘটনায় সহযোগীতা করার অপরাধে সোমবার ভোরে একই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এক দম্পতি ও ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবসহ মোট তিনজনকে আটক করলেও এখনো ধরা পড়েনি ধর্ষক চান্দু মিয়া। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।
থানা সূত্রে জানা যায়, ধর্ষিতা কিশোরীর বাড়ি ফেনী। কিছুদিন আগে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। রবিবার রাত আটটার সময় ওই কিশোরীর চাচাতো বোনের এক বান্ধবী ও ভিকটিমের পূর্বপরিচিত নুরী আক্তারের সাথে সুপারিওয়ালা পাড়ার বাসায় বেড়াতে যান।
একইদিন রাতে ওই বাসার পাশ্ববর্তী চান্দু মিয়া নামে এক ব্যাক্তি জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাসায় এসে ভিকটিম তার পরিবারকে ঘটনাটি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।
ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধর্ষিতা কিশোরীর পূর্ব পরিচিত নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তরকে আটক করে। পরে ১ নম্বর সুপারিওয়ালা পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, কিশোরীকে ধর্ষনে সহযোগীতা করায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এর আগে অসুস্থ অবস্থায় ঘটনার শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মূল ধর্ষক চান্দু মিয়াকে গ্রেফতার করার চেষ্টা চলছে বললেন ওসি।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply