ফটিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা

ফটিকছড়ি প্রতিনিধি : সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা পরিষদের জহুরুল হক মিলানায়তনে অনুষ্টিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ, উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত প্রমুখ।
এতে প্রধান অতিথি হুসাইন মোঃ আবু তৈয়ব বলেন, তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষকে সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় বক্তারা বলেন, আজকের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সাথেই বেড়ে উঠেছেন। গ্রামের সাথে তাই তার নিবিড় সম্পর্ক। এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *