ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিক নিহত

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন– শফিকুল (২২) ও ইনসান (২২)। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। অপরজনের পরিচয় জানা যায়নি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

তিনি জানান, ধানমণ্ডির ৩২ নম্বরে আহসানিয়া মিশনের পেছনে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করার সময় ব্যালকনি ধসে পড়ে। এতে তিন শ্রমিক পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *