সীতাকুন্ড পৌরসভা নিবার্চনে মেয়র পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : ইউপি নির্বাচনের আগে এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি। অক্টোবর থেকে পৌরসভাগুলো নির্বাচনের উপযোগী হবে।

নির্বাচন কমিশনের এই ঘোষণায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। জানা যায়, ১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এ পৌরসভায় ভোটার রয়েছেন প্রায় ২৮হাজারের মতো। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নিবার্চন অনুষ্ঠিত হয় এ পৌরসভায়। বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মুক্তিযুদ্ধা মোঃ বদিউল আলম।

নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র পদে অংশ নেবেন এমন প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে মেয়র পদে নির্বাচন করবেন এমন ৯ জনের নাম প্রাথমিকভাবে জানা গেছে। এই ৯ জনই আওয়ামীলীগের সমর্থীত। নির্বাচন ঘিরে আওয়ামীলীগের প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখা গেলেও অন্যদিকে বিএনপি বা অন্য কোন দলের কোন তৎপরতা চোখে পড়ছে না। আওয়ামীলীগের সম্ভাব্য ৯ প্রার্থীদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন বর্তমান মেয়র ও সীতাকুণ্ড পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক ছাত্রলীগ
নেতা রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, পৌরসভার কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, কাউন্সিলর জুলফিকার আলী শামিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল চৌধুরী। তারা ইতোমধ্যে নিজেদের প্রার্থী হিসেবে প্রচার করতে দলীয় অনুসারী নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও জনসংযোগ চালাচ্ছেন।

এছাড়া বেশ কয়েকজন প্রার্থী সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তাদের প্রার্থীতার কথা জানিয়েছেন।

পৌরসভার নির্বাচন বিষয়ে উপজেলা অওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, বড় রাজনৈতিক দল থেকে একাধিক নেতা সমর্থন লাভের প্রত্যাশা করে। তবে এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তিকেই মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়া হবে।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *