২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় চাচার বাসায় বেড়াতে এসে বান্ধবীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় মূল আসামী চান্দু মিয়াকে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালাপাড়ায় ধর্ষণের শিকার হওয়া কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে নুরী আক্তার (২০) ও তার স্বামী মোঃ অন্তর (২২) কে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
ডবলমুরিং থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ধর্ষণের মামলার মূল আসামী চান্দু সহ তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ফেনী থেকে চাচার বাসায় বেড়াতে এসে বান্ধবী নুরীর সহযোগিতায় ধর্ষণের শিকার হোন কিশোরী।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply