মেট্রোপলিটন হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে হার্ট সেন্টারে পালিত হলো বিশ্ব হার্ট দিবস’২০২০।
আজ মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় র‌্যালিটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে গোল পাহাড় মোড় ঘুরে হাসপাতালের সামনে এসে শেষ হয়।
হাসপাতালের মার্কেটিং এজিএম মোশাররেফ হোসাইনের পরিচালনায় র‌্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা: ফজলে আকবর, চীফ কার্ডিওলজিস্ট ডা: আবদুল মোত্তালিব, চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল, কার্ডিওলজিস্ট ডা: আখতার হোসাইন, হাসপাতালের ডাইরেক্টর ডা: মুজিবুল হক প্রমুখ।
এ দিকে, র‌্যালী শেষ করেই মেট্রোপলিটন হার্ট সেন্টারে নগরীর বন্দর থানাধীন গোসাইডাঙ্গা এলাকার নুরুল ইসলাম (৫০) নামে এক রোগীর জরুরী ভিত্তিতে বাইপাস অপারেশন সম্পন্ন করে চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল ও তার টিম।রোগীর বাম দিকের মূল রক্তনালীতে ঝুঁকিপূর্ণ ব্লক ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *