রাউজানে ফারাজ করিম চৌধুরীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের উত্তর হলদিয়ার আলীখিল গ্রামে মাত্র ১১ বছর বয়সী এক কিশোরীর বিয়ের পরিপূর্ণ প্রস্ততি গ্রহণ করে মেয়েটির পরিবার। গোপন সংবাদে বাল্যবিবাহের সংবাদটি শুনে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর নির্দেশে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমের সদস্যরা আলীখিল গ্রামে ছুটে গিয়ে সংবাদের সত্যতা নিশ্চিত হয়।
এ সময় মেয়েটির বাবা মাকে এত কম বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তারা হেল্পডেস্ক টিমের কাছে অার্থিক দৈন্যদশার চিত্র তুলে ধরেন। পরিবারটির আর্থিক সমস্যার কথা অনুধাবন করে ফারাজ করিম চৌধুরী মেয়েটির মা-বাবার সাথে কথা বলে তার বাল্য বিয়ে বন্ধে তাদেরকে রাজী করান এবং ১৮ বছরের আগে তাকে বিয়ে না দেওয়ার নির্দেশনা প্রদান করে মেয়েটির সম্পূর্ণ পড়ালেখার খরচ ফারাজ করিম চৌধুরী বহন করবেন বলে কথা দেন।
ফলে বাল্য বিবাহ থেকে কিশোরীটি রক্ষা পায়। উল্লেখ্য রাউজানে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে ইটভিজিং,মাদক, বাল্য বিয়ে সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কাজ করছে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্প ডেস্ক টিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *