প্রতিবন্ধীদের করুণা কিংবা সহমর্মীতা নয়, তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার কাজ করে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।
শনিবার ২৬ অক্টোবর বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় আয়োজিত প্রতিবন্ধীদের ৮ম কম্পিউটার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন।
বক্তব্য রাখেন কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আইটি ইন্সট্রাক্টর মো. আশরাফ ও প্রতিবন্ধী প্রশিহ্মনার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৪র্থ বর্ষের ছাত্র আলিফ হোসেন এবং চবি ৪র্থ বর্ষের ছাত্রী হামিদা আক্তার নিশা প্রমুখ।
চেম্বার সভাপতি তার বক্তৃতায় আরো বলেন, ভিশন ২০২১ ও টেকসই বাংলাদেশ উন্নয়নে দেশের সামগ্রীক উন্নয়নে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই হল সরকারের কাজ। কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতধারায় একীভূত না করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
প্রতিবন্ধী প্রশিহ্মনার্থীরা তাদের বক্তৃতায় বলেন, আপনাদের চোখ দিয়ে আমরা এই সমাজকে দেখবো এবং এই সমাজকে আলোকিত করবো।
“তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির হ্মমতায়ন” প্রকল্পের মাধ্যমে কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জুলাই ২০১৭ জুন ২০২০ সাল পর্যন্ত সর্বমোট ৫ হাজার জন প্রতিবন্ধী আইসিটির উপর প্রশিহ্মন দেওয়া হবে।
এ পযর্ন্ত ৮ম ব্যচ শেষ হয়েছে। এতে ১শ ৬০ জন প্রতিবন্ধী আইসিটির উপর ২০দিন ব্যাপী প্রশিহ্মণ নিয়েছেন। প্রতি ব্যাচে ২০জন করে প্রশিহ্মণ দেওয়া হচ্ছে। প্রশিহ্মণার্থীদের গাড়িভাড়া খাবার খরচ সবকিছু বহন করছে সরকার।
Leave a Reply