সীতাকুণ্ড প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের নতুন ভবনে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন।
সভায় জানানো হয় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। কোভিড পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে। শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তী, যুব কর্মকর্তা শাহ আলম, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ এবং উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম/দুলু
Leave a Reply