বায়েজিদে চসিক’র উচ্ছেদ অভিযান শেষে আবারও দখল পায়তারা

চট্টগ্রাম ডেস্ক : চসিকের চলমান অভিযানের মধ্যে ৩০ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী মেইন সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান রিক্সার গ্যারেজ সহ একাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। বায়েজিদ চা বোর্ড সংলগ্ন থেকে অক্সিজেন মোড় পর্যন্ত এ অভিযান চলে।

এদিকে বায়েজিদ মাজার পুকুর পূর্ব পাড় গণপূর্তের জায়গার উপর অবৈধভাবে গড়ে তুলেছিলো দোকানপাট জনসাধারণের চলাচল রাস্তাও দখল করে নিয়ে কথিত হকারলীগের ব্যনারে বাবুল নামক ব্যক্তি দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে।

ফুটপাত দখল করে নেওয়াতে জনসাধারণের চলাচলের খুব অসুবিধা হতো বলে জানান স্থানীয় জনগণ।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই দারিয়ে থেকে অভিযান চালালে কথিত হকারলীগ নেতা বাবুল চুপসে যায়। উচ্ছেদ অভিযান শেষ করে চসিক প্রশাসক ফিরে গেলে তার ঘন্টা ক্ষানিকের মধ্যে বাবুল ও তার ভগ্নিপতি রাজ্জাককে সাথে নিয়ে পুনরায় অবৈধ দোকান গড়ে তুলতে কাজ শুরু করে। জনসাধারণ বলছে বাবুল চসিক প্রশাসককে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তার ক্ষমতা আছে জানান দিলো।

২৪ ঘণ্টা/রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *