বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে র্নিষিদ্ধ কারেন্ট জালসহ গ্রেফতার -১

বরিশাল ব্যুরো: নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হয়েছ এমন অপর্কমের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি‘র একটি বিশেষ আভিযানিক দল গত কাল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায়র সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রাখেন।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মামুন হাওলাদার(৩৩), পিতাঃ মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, সাং- রামকাঠী, পোঃ চুড়ামন, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশাল বলে জানায়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তার নিজ বাড়ীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে।

উক্ত বাড়ী থেকে ১৩ টি প্লাষ্টিকের বস্তার মধ্য থেকে ৩৪০ (তিনশত চল্লিশ) কেজি, ৩০,৬০০ (ত্রিশ হাজার ছয়শত) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪০,০০০ (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। পরবর্তীতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং-২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।

২৪ঘণ্টা/এন এম রানা/সাঈদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *