বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের মা কাজী নুরজাহান বেগম মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে কাজী নুরজাহান বেগম ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন।
কাজী নুরজাহান বেগমের মৃত্যুতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সাধারণ কাজল কৃষ্ণ দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা।
মরহুমা কাজী নুর জাহানের ছেলে মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে তার মা সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আহম্মেদ ফিরোজ জানান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের রত্নগর্ভা মা নূরজাহান বেগমের জানাজা বাদ মাগরিব শহরের ইটেরপুল সংলগ্ন মিল গেট মাঠে অনুষ্ঠিত হবে। পরে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।
২৪ ঘণ্টা/আসগর
Leave a Reply