চবিতে কর্মচারীকে ডেপুটি রেজিস্টারের মারধর

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের অফিস সহকারী মোহাম্মদ আলমগীরকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের ডেপুটি রেজিস্টার জাকের আহমেদের বিরুদ্ধে।জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পুত্রকে সাথে নিয়ে ওই কর্মচারীকে মারধর করেন জাকের।

এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে জাকের আহমেদ ও তার দুই ছেলে মোজাহিদ এবং মোস্তাফিজকে আসামী করে হাটহাজারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ডিউটি অফিসার এস আই রাজিব বলেন, বাদী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য ওসি স্যারের টেবিলে আছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩:৪৫ টার দিকে অফিস শেষে বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী মসজিদের পাশে সাঈদের দোকানের সামনে বিবাদীসহ অজ্ঞাতনামা দশজন লোক আমাকে একলা পেয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে। বিবাদী জাকের আহমেদ আমাকে হত্যার উদ্দেশে লাঠি দ্বারা মাথায় আঘাত করে। তারা আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদ আলমগীর বলেন, ২০০৫ সাল থেকেই তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রভাব খাটিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছে৷ এর জেরে আমার ছোটভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে জাকের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমির উপর বাড়ি নির্মাণের চেষ্টা চালায়। বাধা দিলে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত জাকের আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

প্রসঙ্গত, অভিযুক্ত জাকের আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের জমি দখল, মুক্তিযোদ্ধাদের হয়রানি, ঘুষের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগ রয়েছে। অবৈধভাবে জমি দখলের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতও হন তিনি।

২৪ ঘণ্টা/শিমুল/মেহেদি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *