রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাউজান রাস বিহারী ধামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।
যুগ্ম সম্পাদক অশোক পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাবেক সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, সহ সভাপতি ডাঃ সুজিত দত্ত, রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, অলক দাশ গুপ্ত, প্রদীপ শীল, পৌর জম্মষ্টামী পরিষদের সচিব তপন দে, পূজা পরিষদের সভাপতি সাজু পালিত, সাধারণ সম্পাদক বিল্পব মহাজন, উজ্জল কান্তি দাশ, উপজেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক দিবলু দে দিপু, মিঠু শীল, দীলিপ দে, সাধন দে, সুমন দাশ গুপ্ত সহ আরো অনেকেই।
সভায় জানানো হয় আগামী ১৭ অক্টোবর উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রেল পথ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তরুণ প্রজম্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী। অনুষ্ঠানে কয়েক হাজার সনাতন ধর্মালম্বী উপস্থিত থাকবেন।
২৪ ঘণ্টা/রবি/নেজাম
Leave a Reply