ঝালকাঠিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীর উপর হামলা

আতাউর রহমান ঝালকাঠ প্রতিনিধি:ঝালকাঠিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা হয়েছে । শুক্রবার (০৩ অক্টোবর ) শহরের ফকিরবাড়ি সড়কে সারার বড় বোনের বাসায় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নাসরিন আক্তার সারার সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মসজিদের ঈমাম জাকির হোসেনের ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ঝালকাঠি প্রতিনিধি এস.এম রেজাউল করিমের ক্যামেরাম্যান জুবায়ের আদনান (২৪) বেশকিছুদিন যাবৎ নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । সারা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয় এবং প্রায়ই পথেঘাটে তাকে বিরক্ত করা শুরু করে ।

শুক্রবার দুপুর ১-টার দিকে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সরার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার দরজায় নক করে । দরজা খোলার সাথে সাথে আদনান সারাকে চড় থাপ্পর মারা শুরু করে । মারধরের এক পর্যায় সারা জ্ঞান হারিয়ে ফেললে, আদনান পালিয়ে যায় । সারার বড়বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় এবং পরে সদর হাসপাতালে ভর্তি করে । এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠি থানার ডিউটি অফিসার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে ওসি স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ঘণ্টা / এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *