“ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”এই স্লোগানে ৭’শ মানুষকে ‘আমরা চট্টলার কিংবদন্তী’র খাবার বিতরণ

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। এই গ্রুপের অন্তর্গত “আমরা চট্টলার কিংবদন্তী”র বন্ধুদের উদ্যোগে ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ এই স্লোগানে প্রায় সাতশো এতিম, অসহায় ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন করে।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। এই আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় পঞ্চাশ জন কিংবদন্তী বন্ধু অংশ গ্রহণ করে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে খাবার বিতরণ কার্যক্রমটি গ্রহণ করা হয়। ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।

নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই কিংবদন্তী পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।

আমরা চট্টলার কিংবদন্তী

উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

অনুষ্ঠানে মূল গ্রুপের পক্ষ থেকে আমরা চট্টলার কিংবদন্তীকে আয়োজনের সম্মাননা সরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/এম এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *