চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়ন এলাকার একটি বাড়িতে মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নুরুল আলম নামে ৩০ বছর বয়সী এক যুবক।
আজ ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থানাদার টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল আলম একই ইউনিয়নের মিয়াজান মাঝির বাড়ির বজল আহমদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোরে আমার ইউনিয়নের বাসিন্দা বজল আহমেদের ছেলে নুরুল আলম একই গ্রামের একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে স্থানীয়রা খবর দিয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply