কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ সীতাকুণ্ডে উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর) সকালে সীতাকুণ্ড উন্নয়ন সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উক্ত ক্যাস্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা..হাসান শাহরিয়ার কবীর।
চট্টগ্রামের সিভিল সার্জন ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা.ফজলে রাব্বির সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরচ্ছফা, ডাব্লিউ এইচও প্রতিনিধি ডা.জাহেদ এবং ইউনিসেফ এর ডা. উবা সুই চৌধুরী।
উল্লেখ্য যে, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১৪ দিনব্যাপী সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় এবার মোট ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৮ হাজার ৭১৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ছয় লাখ ৯৮ হাজার ৫২০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনেই এ কর্মসূচি পালন করা হবে।
এব্যাপারে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনার কারণে এবার সরকার ক্যাম্পেইনটা এক দিনের না করে ১৪ দিন ব্যাপী করেছে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ক্যাম্পেইন। ১৪ দিনের এই প্রোগ্রাম যেটি জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করে থাকেন। এটি সফলতার সহিত উৎসাহব্যাঞ্জকভাবে আমরা পালন করছি। ভিটামিন এ এই ক্যাপসুল শিশুদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। রাতকানা রোগসহ শিশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply