রাউজান প্রতিনিধি: রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্থাবক অর্পণ, বৃক্ষ রোপন কর্মসূচি এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা।
৪ ই অক্টোবর রবিবার সকালে মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু।
মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, পৌর যুবলীগ নেতা সবুজ দে ভানু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী , নাসির উদ্দিন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ এরশাদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি হাবিদুল ইসলাম শিমুল, শফিউল হোসেন সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু দে, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত দাশ অন্তু, বাদশা আলম জুয়েল, মো আলাউদ্দিন, সাগর, ইকবাল,তৌহিদ,আরফান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম
Leave a Reply