কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় কিশোর গ্যাং, মদ জুয়া, মাদক ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক মতবিনিময় সভায় ঘরের শত্রু বিভীষণ বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের কাছেই তিনি পরাস্ত হন। এমন অনেক মোস্তাক আমাদের সমাজে বিদ্যামান। আমাদের চিনে রাখা উচিত তাদের। এছাড়া কর্ণফুলীতে কোনো অন্যায় অবিচার সহ কিশোর গ্যাং গডফাদারদের ও প্রশয় দেওয়া হবে না বলে জানান।
এছাড়া গত ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জম্মদিনের অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে খোয়াজনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সদস্য সাহাবউদ্দীনে উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলাকারী যুবলীগ নেতা কিশোর গ্যাং প্রশয়কারী আলমগীর বাদশা সহ উক্ত ঘটনায় অন্যান্য আসামীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি করেন তিনি।
বরিবার সন্ধায় খোয়াজনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহব্বত আলী চৌধুরী, সাবেক চরপাথরঘাটা ইউপি সদস্য নুর আলম মেম্বার, জকির আহমদ মামুন, দীল আহমদ শাহীন, চরপাথরঘাটা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম পাঠোয়ারী, ইলিয়াস হাবীব, জাফর আহমদ, এরশাদ আহমদ, ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পাঠোয়ারী সহ খোয়াজনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply