নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৬ সন্তানের এক জননী। আজ ৫ অক্টোবর (সোমবার) ভোর ৫ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় তার বাপের বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম খুরশিদা বেগম। বয়স ৪৮। তিনি একই উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী। পুলিশ জানিয়েছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।
আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাতে জানান, নিহত খুরশিদা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে চিকিৎসার জন্য পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় বাপের বাড়ীতে যায় ৬ সন্তানের এ জননী।
আজ সোমবার ভোরে হঠাৎ সে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কি কারণে খুরশিদা আত্মহত্যা করেছে পরিবারের লোকজন সেব্যাপারে কিছু বলতে পারেননি। তবে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply