টিম রেইনবোর এডমিন ওবায়দুল হক’র জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি: জন্মদিনে অপসংস্কৃতি বাদ দিয়ে অসহায়,দুঃস্থ ও পথশিশুদের নিয়ে খাবারের আয়োজন করল সামাজিক সংগঠন টিম রেইনবো’র এডমিন ওবায়দুল হক মানিক।
রবিবার (৪ অক্টোবর) টিম রেইনবো’র এডমিন ওবায়দুল হক মানিকের জন্মদিন উপলক্ষে
চট্টগ্রামের দেওয়ান হাট আকবর শাহ্ মাজারের পার্শবর্তি গড়ে উঠা এক বেলা আহারের পরিবর্তে শিক্ষা বিদ্যালয় School of Humanity & Animation ( SOHA) শিক্ষা প্রতিষ্ঠানের ছিন্নমূল ৭০ জন এতিম,সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে টিম রেইনবো দুপুরের মধ্যহ্নভোজ এবং শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে ওবায়দুল হক (মানিক) এর জন্মদিন পালিত হয়। এছাড়া চট্টগ্রাম শহরের পথে প্রান্তরে অভুক্ত অসহায় ও ক্ষুধার্ত ২০০ মানুষের খাবারের আয়োজন করা হয়।
ওবায়দুল হক (মানিক) জানান, আমি চেয়েছি আমার জন্মদিবসটি ভিন্নভাবে আয়োজন করি। জন্মদিনে অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে একবেলা খাবার তুলে দিয়ে এদের মুখে হাসি ফুটাতে পেরে আমি আনন্দিত।
টিম রেইনবো’র প্রতিষ্ঠাতা রিয়াদুল আলম রিয়াদ (সৌরভ আলম) জানান, টিম রেইনবো প্রতি মাসে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। সংগঠনের এডমিন ওবায়দুল হক (মানিক) এর জন্মদিন উপলক্ষে ৬ষ্ঠ তম ফুড প্রজেক্টের কাজ সম্পন্ন হয়েছে। সংগঠন থেকে এই পর্যন্ত সামাজিক ও মানবিক ৩৩টি প্রজেক্টের কাজ করা হয়েছে। আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এন এম রানা/জাবেদুল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *