চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন সংলগ্ন গনশৌচাগারের সামনে থেকে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ৬ টি টিপ ছোরা ও ১টি চাপাতির তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো.মামুন (২২), মেহেদী হাসান (২৩), মো. সোহেল (২৫), মো. তারেক (২৭), আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), রিপন দত্ত (২০) ও জুয়েল দাশ (২৬)।
গ্রেফতারকৃত ৮ নই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় পথচারিকে আটকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে।
মধ্যরাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্য পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বদেউল আলমের বিরুদ্ধে ৩ টি, মো.মামুনের বিরুদ্ধে ২টি, জুয়েলের বিরুদ্ধে ১টি, আসিফ হোসেনের বিরুদ্ধে ৩টি ও রিপন দত্তের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মামলাগুলোর অধিকাংশই মাদক ও অস্ত্র মামলা। তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি মহসিন।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply